ইরানের সরকারি সূত্রে জানা গেছে, ছাগাই জেলার তফতান সীমান্তে ভ্রমণের সময় বৈধ দলিল না থাকায় ৩০৬ জন পাকিস্তানিকে গ্রেপ্তার করে ফেডারেল তদন্ত সংস্থাটির কাছে হস্তান্তর করা হয়। তারা ইরান হয়ে ইউরোপে যাচ্ছিলো। দেশটির কর্তৃপক্ষ পরে তাদের পাকিস্তানের প্রশাসনের হাতে তুলে দেয়।
সূত্র আরও জানায়, আটককৃত পাকিস্তানিদের করোনা পরীক্ষা করা হয়েছে। এবং তারা সবাই করোনভাইরাসের পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। নির্বাসিত পাকিস্তানিদের মধ্যে পাঞ্জাবের ২৪৩, খাইবার পাখতুনখাওয়া থেকে ২৮, আজাদ জম্মু ও কাশ্মীরের ১৪, সিন্ধু থেকে ১১ এবং বেলুচিস্তানের ১০ জন রয়েছেন। সূত্র : ডন
বিডি প্রতিদিন / অন্তরা কবির