৩ আগস্ট, ২০২১ ২২:৫৯

উত্তর কোরিয়া আলোচনার আগে নিষেধাজ্ঞা শিথিল চায়

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া আলোচনার আগে নিষেধাজ্ঞা শিথিল চায়

কিম জং উন (ফাইল ছবি)

উত্তর কোরিয়া এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর আগেই নিজ দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল চায় বলে জানালো। কিমের দেশ নিয়ে এমনটাই দাবি করছে দক্ষিণ কোরিয়ার । খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা বলছেন, আলোচনার শুরুর জন্য ধাতু রফতানি এবং পরিশোধিত জ্বালানি আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দিয়েছে উত্তর কোরিয়া। উল্লেখ্য, বছরখানেক আগে উত্তেজনা বেড়ে যাওয়ায় দুই কোরিয়ার হটলাইন বন্ধ হয়ে যায়। সম্প্রতি এটি ফের চালু করা হয়। এরপরই কিম জং উনের প্রশাসনের এই দাবি সামনে এলো।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর