২১ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫০

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ সেনা নিহত

অনলাইন ডেস্ক

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ সেনা নিহত

আফ্রিকার দেশ ক্যামেরুনের ইংরেজিভাষী পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ জন সরকারি সেনা এবং আরও কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স

গতকাল সোমবার এক বিবৃতিতে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা গত ১৬ সেপ্টেম্বর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্যামেসিং শহরে এলিট র‌্যাপিড ইন্টারভেনশন ফোর্সের কনভয়ে হামলা করে। বিদ্রোহীরা আইইডি এবং অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চার ব্যবহার করে সেনা কনভয়ের গাড়িগুলো ধ্বংস করে দেয় এবং এরপর গুলিবর্ষণ শুরু করে।

আর এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া গত ১২ সেপ্টেম্বর ওই একই অঞ্চলের কুমবো এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিতেও আইইডি দিয়ে হামলা করা হয়।

মূলত সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পর থেকে দেশটির বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গ্রুপ এক হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে। তারা ক্যামেরুন থেকে আলাদা হয়ে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চায়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর