ডেনমার্ক সরকার ২০৩০ সালের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটগুলি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ছাড়াই পরিচালনা করার লক্ষ্য নির্ধারণ করেছে। নববর্ষের ভাষণে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, তিনি উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে চান। তবে সে লক্ষ্য কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রক্রিয়া অন্য সব দেশে খুব ধীরগতিতে এগোচ্ছে। তাই ডেনমার্ককে অবশ্যই এ ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে এবং নতুন লক্ষ্য স্থির করতে হবে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার কঠিন হবে তবে গবেষক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি এর সমাধান নিয়ে কাজ করছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপীয় উড়োজাহাজ কোম্পানি এয়ারবাস হাইড্রোজেন-জ্বালানিযুক্ত বিমান তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে যা ২০৩৫ সালের মধ্যে চালু হতে পারে। যদি তাদের জ্বালানির জন্য ব্যবহৃত হাইড্রোজেন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে তৈরি করা হয় তবে এটি ডেনমার্কের লক্ষ্যে পৌঁছানোর একটি উপায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা