যুক্তরাষ্ট্রে এবার দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং করোনাভাইরাসের মহামারীর কারণে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরের প্রায় ২৬০০ ফ্লাইট বাতিল হয়েছে। এভাবে ফ্লাইট বাতিলের ঘটনায় বিমানবন্দরগুলোতে ভয়াবহ গোলযোগ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর আল-জাজিরার।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় বিকেল চারটার পর থেকে আমেরিকায় ২ হাজার ৬০৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সারাবিশ্বে আমেরিকা থেকে ৪ হাজার ৫২৯টি ফ্লাইট পরিচালনার কথা ছিল। সেখানে ২ হাজার ৬০৪ টি ফ্লাইট বাতিল করা হয়। এই সংখ্যা মোট ফ্লাইটের প্রায় অর্ধেক।
যুক্তরাষ্ট্রের ফ্লাইট পরিচালনা বিষয়ক ওয়েবসাইট ফ্লাইট আ্যওয়ার সূত্রে এসব তথ্য জানা গেছে। একইদিনে আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয় ৫ হাজার ৯৯৩টি। শনিবার যেখানে আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কথা ছিল ১১ হাজার ৪৩টি, সেখানে অর্ধেকই বাতিল হয়েছে।
ফ্লাইট আ্যওয়ার ওয়েবসাইট জানিয়েছে, আমেরিকার স্কাইওয়েস্ট নামের একটি এয়ারলাইন্স সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। এই এয়ারলাইন্সের শতকরা ২৩ ভাগ ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে এয়ার চায়নার প্রায় ২০০টি ফ্লাইট এবং চায়না ইস্টার্নের পাঁচশ'রও বেশি ফ্লাইট বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক