অধিকৃত পশ্চিমতীরে আরও এক ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে মাথায় গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনারা। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে পশ্চিমতীরের নাবলুস শহরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে বিক্ষোভ করা ওই যুবককে হত্যা করা হয়।
বৃহস্পতিবার ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ। জানা গেছে, নিহত যুবকের নাম বাকির হাসাস (২১)। তবে এ ঘটনা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৬৭ সালে যুদ্ধের পর থেকে ইসরায়েল এ অঞ্চলটি দখল করে আছে। পূর্ব জেরুজালেম বাদ দিয়ে, প্রায় চার লাখ ৭৫ হাজার ইসরায়েলি পশ্চিমতীরে অবৈধভাবে বসতি স্থাপন করে বসবাস করছেন। বহু বছর ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছে ফিলিস্তিনিরা।
বিডি-প্রতিদিন/শফিক