নাম অনেক ক্ষেত্রে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির সময়ে যেমন হয়েছে ভারতের বেঙ্গালুরুর এক ব্যক্তির। মহামারিতে নেটমাধ্যমে তার নাম নিয়ে রসিকতা, কটাক্ষ হয়েছে বিস্তর। যদিও প্রাণচঞ্চল ওই ব্যক্তি বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছেন।
৩১ বছর বয়সী ওই ব্যক্তির নাম ‘কোভিড কাপূর’। তিনি থাকেন বেঙ্গালুরুতে। একটি পর্যটন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তিনি। মহামারিকালে নিজের নাম নিয়ে কী রকম বিড়ম্বনায় পড়তে হয়েছে, তা তিনি নিজেই জানিয়েছেন। নিজের নাম এখন তার কাছে দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার নামের কারণেই সম্প্রতি নেটমাধ্যমে জনপ্রিয় হয়েছেন তিনি।
নামের কারণে আক্রমণের শিকারও হতে হয়ে তাকে। অনেকেই ‘ভাইরাস’ বলে তাকে আক্রমণ করে বসেন। তাদের উদ্দেশে শাহরুখ খানের বলিউড ছবির সংলাপের ঢঙে তিনি লিখেছেন, ‘মাই নেম ইজ কোভিড অ্যান্ড আই অ্যাম নট আ ভাইরাস’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ