চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোঙকিংয়ে একটি আবাসিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার বিস্ফোরণে ভবনটি বিধ্বস্ত হয়ে এই হতাহত হয়।
স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ওই ভবনে বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের সময় ২০ জন ওই ভবনে আটকা পড়ে বলে ধারণা। চোঙকিংয়ের কর্তৃপক্ষ বলেছে, ধ্বংসস্তূপ থেকে ২০ জনকে টেনে আনা হয়েছে, যাদের মধ্যে ৯ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ