ইউক্রেনে কোনও রকমের সামরিক আগ্রাসন চালালে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বলে আবারও হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন সরকার এবং তার মিত্রদের তোলা অভিযোগ মস্কো বারবার নাকচ করা সত্ত্বেও এই হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন।
আগামী সপ্তাহে ইউরোপে আমেরিকা এবং রাশিয়ার কূটনীতিকদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার আগে শুক্রবার ব্লিংকেন এই বক্তব্য দিলেন।
তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, “রাশিয়া ইউক্রেনে আবারও আগ্রাসন চালালে আমরা শক্তি দিয়ে তা মোকাবেলা করব।”
অবশ্য তিনি একথাও বলেছেন- রাশিয়া চাইলে কূটনৈতিকভাবে সংকট সমাধান করা সম্ভব।
আগামী সোমবার রাশিয়া ও আমেরিকার কর্মকর্তারা ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। আমেরিকা অভিযোগ করছে- রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেওয়ার চিন্তা থেকে মস্কো ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে।
আগামী বুধবার ন্যাটো এবং রাশিয়া কাউন্সিলের বৈঠক অনুষ্ঠানের কথাও রয়েছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম