পাকিস্তানে প্রবল তুষারপাতের মধ্যে গাড়ির মধ্যে আটকা পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির পার্বত্য শহর মুররিতে এ ঘটনা ঘটেছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। খবর ডনের।
পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, গত ১৫-২০ বছরের মধ্যে পাকিস্তানে এবার তীব্র ঠাণ্ডা এবং প্রবল তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারপাতের কারণে রাত থেকে দেশটির মুরিতে প্রায় সহস্রাধিক যান আটকে পড়ে আছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ইসলামাবাদ প্রশাসন, পুলিশসহ দেশটির সেনাবাহিনীর বিশেষায়ীত ফ্রন্টিয়ার কর্পস বাহিনী। তাদের খাবার এবং শীতবস্ত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক