দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তির বিষয়ে পাকিস্তানের ফেডারেল সরকারের সমালোচনা করে দেশটির পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, প্রতি শতাব্দীতে বিশ্বে একটি সংকট দেখা দেয়। আর এই শতাব্দীর সংকট হলেন আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান।’
বুধবার জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন তিনি এ কথা বলেন। তিনি অর্থ বিল ২০২১ নিয়ে সরকারকে তিরস্কার করেন।এটিকে ‘মিনি বাজেট’ বলে উল্লেখ করেন।
এসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইমরান সরকারের চুক্তি দেশটিতে ভয়াবহ প্রভাব ফেলবে দাবি করে তিনি বলেন, আপনি যখন দুর্বল, তখনই আইএমএফের কাছে গেলেন এবং একটি দুর্বল চুক্তি করলেন। আমরা এই চুক্তির দায়ভার বহন করব না, এটি করবে সাধারণ মানুষ ও দরিদ্ররা।
পিপিপি চেয়ারম্যান বলেন, ইমরান সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক বিল পাকিস্তানে ‘মূল্যস্ফীতির সুনামি’ তৈরি করবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার ‘দম্ভ’র কারণে আইএমএফের সঙ্গে চুক্তির বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেনি। আমরা আপনাদের আসিফ আলি জারদারি ও শেহবাজ শরিফের সঙ্গে কথা বলতে বলেছিলাম, কিন্তু আপনারা (সরকার) তা শোনেননি।
সূত্র : জিও টিভি অনলাইন, দ্য নিউজ ইন্টারন্যাশনাল
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ