দক্ষিণ কোরিয়ার সিউলের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। ঘটনার পর সব ধরনের যুদ্ধবিমানের ট্রেনিং বন্ধ ঘোষণা করে কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির বিমানবাহিনী।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সুওন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এফ-ফাইভ ই যুদ্ধবিমান। কিছুক্ষণ পরই ইঞ্জিনে আগুন লাগার বিপদ সংকেত পান পাইলট। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিমানটিকে নিরাপদে মাটিতে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি। এরপর বিমান থেকে বেরোনোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বিমানটি সিউলের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হলে এর পাইলট নিহত হন ঘটনাস্থলেই।
বিডি প্রতিদিন/এএম