মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় লস্ট ডাচম্যান স্টেট পার্কে ছবি তুলতে গিয়ে ৭০০ ফুট উপর থেকে পড়ে এক হাইকারের মৃত্যু হয়েছে। পা পিছলে পড়ে যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পিনাল কাউন্টি শেরিফের অফিস। খবর সিএনএনের।
খবরে বলা হয়েছে, ফ্ল্যাট আয়রন ট্রেইলের প্রায় ৭০০ ফুট নিচে ২১ বছর বয়সী রিচার্ড জ্যাকবসন মরদেহ পাওয়া যায়। শেরিফের অফিসের মুখপাত্র লরেন রেইমার ইমেইলের মাধ্যমে সিএনএনকে এ তথ্য জানান।
হাইকিংয়ের সময় জ্যাকবসনের সঙ্গে ছিলেন তার এক বন্ধু। জরুরি সেবা ৯১১-এ কল দিয়ে জ্যাকবসনের পরে যাওয়ার খবর জানান তিনি। ছবি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান ওই বন্ধু।
অ্যারিজোনা জননিরাপত্তা বিভাগের একটি হেলিকপ্টার জ্যাকবসনের মরদেহ খুঁজতে ও উদ্ধার করতে সাহায্য করেছে বলে জানায় শেরিফের অফিস। পার্কটি ফিনিক্স থেকে প্রায় ৪০ মাইল দূরে অবস্থিত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ