২৯ জানুয়ারি, ২০২২ ২০:০২

উত্তেজনার মধ্যে ইউক্রেন যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ান

অনলাইন ডেস্ক

উত্তেজনার মধ্যে ইউক্রেন যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ান

ফাইল ছবি

বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান টানটান উত্তেজনা নিয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। এ পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে এবার ইউক্রেন সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর হুররিয়াত ও আল-জাজিরার।

জানা গেছে, এরদোয়ান আগামী ৩ ফেব্রুয়ারি ইউক্রেনে যাবেন। এর আগে গত ২০ জানুয়ারি এরদোয়ান বলেছিলেন, আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেস্কিকে আঙ্কারায় আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি।
 
উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া নিয়ে বেশ মাথা ঘামাচ্ছে তুরস্ক। তুরস্কের এই বিষয়টি নিয়ে দৌঁড়ঝাপ করার কারণ হলো তাদের কিছু স্বার্থ এর সঙ্গে জড়িত। ২০১৯ সাল থেকে ইউক্রেনে ড্রোন বিক্রি করছে তুরস্ক। তাদের তৈরি বায়রাকতার টিভি২ ড্রোন ব্যবহার করে ইউক্রেন।

যদি রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধে তাহলে তুরস্কের ড্রোন রপ্তানি হুমকির মুখে পড়বে। ইউক্রেনের কাছে আরও ড্রোন বিক্রির চুক্তি করেছে তুরস্ক। এই ড্রোন ইউক্রেনের মাটিতেই তৈরি করার জন্য একটি কারখানা বানানোর কাজ করে যাচ্ছে দেশটি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর