ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। এর কয়েদনি পরই টোকিও শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এবার মস্কো জানিয়েছে, জাপানের সাথে বিবদমান চার দ্বীপে মহড়ায় অংশ নেবে রুশ সেনারা।
জাপানের সাথে কুরিলসহ চার দ্বীপ নিয়ে রাশিয়ার ৭০ বছর ধরে দ্বন্দ্ব চলছে। যে কারণে দুই দেশ এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন শান্তি চুক্তিতে সই করেনি।
রাশিয়ার সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় জেলা জানিয়েছে, ৩ হাজার রুশ সেনা এই মহড়ায় অংশ নেবে। এতে হাজারও সামরিক অস্ত্র মোতায়েন করা হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল