উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সাথে বন্ধুত্বপূর্ণ চিঠি বিনিময় হওয়া খবর পাওয়া গেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দুই কোরিয়ার সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখায় প্রেসিডেন্ট মুনকে ধন্যবাদ দিয়েছেন উত্তরের নেতা কিম।
চলতি সপ্তাহের শুরুর দিকে এই চিঠি দেওয়া হয়। চিঠি পাওয়ার বিষয়টি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউজও নিশ্চিত করেছে।
চিঠিতে কিম বলেছেন, তার এবং মুনের যৌথ উদ্যোগ ভবিষ্যতে ভালো কিছুর আশা দেখাচ্ছে। চিঠিতে দুই কোরিয়ার সম্পর্ক আরও ভালো হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন কিম।
পিয়ংইয়ং-এর একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর মধ্যেই দুই দেশের নেতাদের এই চিঠি বিনিময়কে অপ্রত্যাশিত বলে অভিহিত করছেন অনেকে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল