ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করা ছাড়াও ইউক্রেনের তিনটি এমআই-৮ হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি করা হলেও এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।
এদিকে মারিউপোল শহরের কাছে রুশ সেনারা ইউক্রেনীয় আজভ বাহিনীর একটি ঘাঁটি দখল করার দাবি করেছেন। ক্রেমলিন সেখান থেকে ইউক্রেনে পাঠানো মার্কিন যুদ্ধাস্ত্রের গোপন ম্যানুয়াল (ক্লাসিফায়েড ম্যানুয়াল) পাওয়ার দাবি করেছে । শুক্রবার রুশ সংবাদমাধ্যম স্পুতনিক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্পুতনিক জানায়, আজভ বাহিনীর ঘাঁটি থেকে উদ্ধার হওয়া উপাদানকে ইউক্রেন যুদ্ধে অর্জিত সামরিক সরঞ্জামের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, মস্কোর আপত্তি সত্ত্বেও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে দীর্ঘদিন ধরে যেসব অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে, এতে তার তথ্য রয়েছে।
সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল