ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ও বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন মাসের একজন শিশুও আছে। খবর বিবিসির।
শনিবার এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন, দুটি ক্ষেপণাস্ত্র শহরের একটি সামরিক বাহিনীর স্থাপনায় আঘাত হেনেছে। এছাড়া দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি প্রথম সেনা অভিযান চালায় রাশিয়া। এরপর থেকে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া মারিওপোলে ব্যাপক হামলা চালানো হয়।মারিওপোলকে বলতে গেলে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।
বিডি প্রতিদিন/এমআই