বন্দরনগরী মারিওপোলের স্টিল প্ল্যান্টে আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের হত্যা করলে কিংবা ওই অঞ্চলে স্বাধীনতার জন্য গণভোট দিলে; রাশিয়ার সাথে চলমান শান্তি আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেছেন, ‘যদি মারিওপোলে আমাদের মানুষকে হত্যা করা হয়, এবং ওই অঞ্চলে যদি মিথ্যে গণভোট ডাকা হয়; তবে ইউক্রেন সমঝোতা আলোচনা থেকে বেরিয়ে যাবে।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি এই পরিস্থিতি কূটনৈতিক সমাধানের পথ সহজ করবে না। এটা যুদ্ধের ইতি টানার ক্ষেত্রেও বাধা তৈরি করবে। নিশ্চিতভাবেই এটা রাশিয়ার ভুল সিদ্ধান্ত।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল