ইউক্রেনের পূর্বে অবস্থিত দোনবাস অঞ্চলে রাশিয়ার একাধিক আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনের সেনারা। ব্রিটিশ সেনাবাহিনী রোববার এক বুলেটিনে এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ করার পর থেকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ নিয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করে আসছে।
সর্বশেষ তথ্যে ব্রিটিশ সেনাবাহিনী বলছে, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের কয়েকটি অঞ্চল দখলে নিতে সক্ষম হয়েছে। তবে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং রাশিয়াকে বেশ ক্ষতির মুখোমুখি করতে পেরেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর বুলেটিনে আরও বলা হয়েছে, রুশ সেনাদের দুর্বল মনোবল, পুনর্গঠিত, পুনর্সজ্জিত এবং সংঘবদ্ধ হতে সীমিত সময় রুশ সেনাদের অভিযানের কার্যকারিতায় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের সামরিক বাহিনী এসব তথ্য প্রকাশ করলেও এগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি তারা। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল