ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দুই মাস পূর্তি হচ্ছে আজ। গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনী সীমান্তের তিন দিক থেকে ইউক্রেন আক্রমণ করে। তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের সন্নিকটে পৌঁছে যায়।
কিন্তু ২৯ মার্চ তুরস্কের ইস্তামবুলে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনায় মিলিত হন। ওই বৈঠকে রাশিয়া ইউক্রেনের রাজধানীর আশপাশ এবং খারকিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়।
দুই মাস যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার প্রায় ২০ হাজারের বেশি সেনা নিহতসহ ২ শতাধিক যুদ্ধবিমান থেকে শুরু করে ব্যাপক সংখ্যক সামরিক যান ধ্বংসের দাবি করেছে কিয়েভ। রাশিয়া এর সম্পূর্ণটা স্বীকার না করলেও বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে স্বীকার করেছে।
ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে বিবিসির সাংবাদিক সোফি রাওয়ার্থ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইসের সঙ্গে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, যুদ্ধে খুব সহসায় বিজয় আসবে না ইউক্রেনীয় অংশীদারদের সঙ্গে আলোচনায় তারা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন।
তবুও ইউক্রেন জিতছে মন্তব্য করে নেড প্রাইস বলেন, এই মুহূর্তে তারা জয় পাচ্ছে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয় উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, তারা (ইউক্রেনীয়রা) দৃঢ়তা এবং সংকল্পের সঙ্গে লড়ছে। উপরন্তু যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশ তাদেরকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে।
ইউক্রেন বিজয়ী হতে যাচ্ছে মন্তব্য করে নেড প্রাইস বলেন, এটা রাশিয়ার জন্য একটা ‘কৌশলপূর্ণ পরাজয়’ হতে যাচ্ছে। যেভাবে এবং যখনই তা ঘটুক যুক্তরাষ্ট্র তা নিয়ে আত্মবিশ্বাসী।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল