পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার রাজা সুলতানের পদত্যাগ দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর শনিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ইসলামাবাদের বানিগালা বাসভবনে তিনি এ দাবি করেন।
তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান বলেন, প্রধান নির্বাচন কমিশনার পক্ষপাতমূলক আচরণ করেছেন। তাকে পদত্যাগ করতে হবে।
ইমরান খানের এমন বক্তব্যের পর মুখ খুলেছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। তিনি বলেছেন, পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই। দেশের সর্বোচ্চ স্বার্থের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যম ডনের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার ইমরান খানের করা তার পদত্যাগের দাবি প্রত্যাখান করেন। পদত্যাগ করার কোনো বৈধ কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।
শনিবার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করেন, সিকান্দার রাজার নাম প্রস্তাব করেছিল এস্টাব্লিশমেন্ট অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী। প্রধান নির্বাচন কমিশনার স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা উচিত মন্তব্য করে ইমরান খান বলেন, তিনি এতটা পক্ষপাতদুষ্ট যে, তাকে পিএমএল-এন (বর্তমান ক্ষমতাসীন দল) এর দপ্তরে বসানো উচিত।
পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজা ২০২০ সালের জানুয়ারিতে নিয়োগ পান। দেশটির ইতিহাসে তিনিই প্রথম আমলা যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পান।
বিডিপ্রতিদিন/কবিরুল