দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোনকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অভিনন্দন বার্তায় পুতিন বলেন, আমি আন্তরিকভাবে আপনার রাষ্ট্রীয় কার্যক্রমের সফলতা কামনা করি। পাশাপাশি ম্যাক্রোনের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন পুতিন।
রোববার রাতে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফল অনুসারে, এমানুয়েল ম্যাক্রোন ৫৮.৫৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লা পেন পেয়েছেন ৪১.৪৫ শতাংশ ভোট। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল