বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ব্যয় ২ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।
সুইডেনভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। সামরিক ব্যয়ে দ্বিতীয় অবস্থানে চীন, ভারত তৃতীয়, চতুর্থ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পঞ্চম।
যুক্তরাষ্ট্র ২০২১ সালে সামরিক খাতে ব্যয় করেছে ৮০ হাজার ১০০ কোটি ডলার। তবে বৈশ্বিক প্রবণতার বিপরীতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ১ দশমিক ৪ শতাংশ কমেছে।
২০২১ সালে টানা তৃতীয় বছরের মতো রাশিয়ার সামরিক ব্যয় ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৯০ কোটি ডলারে ঠেকেছে। সামরিক ব্যয় রাশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপির) ৪ দশমিক ১ শতাংশ, বৈশ্বিক গড়ের চেয়েও যা অনেক বেশি।
গবেষকেরা এ প্রসঙ্গে বলেন, এটা হওয়ার কারণ, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে ওই সময় রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করছিল। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল