ইতিহাস গড়ে প্রথম আদিবাসী হিসেবে ভারতের রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু। তিনি হলেন দেশটির ১৫তম রাষ্ট্রপতি।
সোমবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে সকাল সোয়া ১০টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণার কাছে শপথ গ্রহণ করেন তিনি।
যে কারণে দীর্ঘ ৪৫ বছর ধরে ২৫ জুলাই শপথ নেন ভারতের রাষ্ট্রপতিরা
১৯৭৭ সাল থেকে ভারতে ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ শুরু হয়েছে। সেদিন ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি শপথগ্রহণ করেছিলেন। এরপর থেকে সব রাষ্ট্রপতিই ২৫ জুলাই শপথগ্রহণ করেন। কারণ ১৯৭৭ সালের পর থেকে সব রাষ্ট্রপতিই তাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত রাষ্ট্রপতি থেকেছেন। সেই অনুযায়ী সব রাষ্ট্রপতিরই মেয়াদ শেষ হয়েছে ২৪ জুলাই। এই কারণেই ২৫ জুলাই পরবর্তী রাষ্ট্রপতি শপথগ্রহণ করেছেন বিগত সাড়ে চার দশক ধরে।
ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ। তিনি শপথগ্রহণ করেছিলেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ১৯৬২ সালের ১৩ মে পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। এরপর রাষ্ট্রপতি হয়েছিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণন। তিনি নিজের পূর্ণ মেয়াদ পর্যন্ত পদে ছিলেন। তবে এরপর ফকরুদ্দিন আলি আহমেদ এবং জাকির হুসেন রাষ্ট্রপতি হিসেবে নিজেদের মেয়াদ পূরণ করতে পারেননি। মাঝে ভিভি গিরি অবশ্য নিজের মেয়াদ পূর্ণ করেছিলেন। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ১৯৭৭ সালের ২৫ জুলাই পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন বিডি জাট্টি। এরপর থেকে সব রাষ্ট্রপতি নিজেদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন এবং সবার মেয়াদই শেষ হয়েছে ২৪ জুলাইতে। ফলে পরবর্তী রাষ্ট্রপতি শপথ নিয়েছেন ২৫ জুলাই। আর এই পরম্পরা বিগত সারে চার দশক ধরে চলে আসছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম