২ অক্টোবর, ২০২২ ০২:৩১

ইমরান খানকে পুলিশ গ্রেফতার করবে ‘গুজবে’ বানি গালায় সমর্থকদের ভিড়

অনলাইন ডেস্ক

ইমরান খানকে পুলিশ গ্রেফতার করবে ‘গুজবে’ বানি গালায় সমর্থকদের ভিড়

ইমরান খান সমর্থকরা তার বাসভবন বানিগালায় ভিড় করে

ইমরান খানকে গ্রেফতারে পুলিশের ৩০০ সদস্যের বাহিনী পাঠানো হয়েছে পাকিস্তানে এমন ‘গুজব’ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর ইমরানের সমর্থকরা তার বাসভবনে জড়ো হতে শুরু করে। তবে ইসলামাবাদের পুলিশ জানিয়েছে, বানি গালায় পুলিশ পাঠানোর তথ্য ‘গুজব’।

গত আগস্টে পাকিস্তানের নারী বিচারক জেবা চৌধুরীকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে করা মামলায় ইমরান খানের বিরুদ্ধে শনিবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ২০ আগস্ট এক কর্মসূচিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রধান সহযোগী শাহবাজ গিলকে রিমান্ডে নেওয়ার পর ‘পুলিশ প্রধান ও নারী বিচারক’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুমকি দিয়েছিলেন।

ডনের খবর অনুসারে, গ্রেফতারি পরোয়ানা জারির পর পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থকরা ইমরান খানের বাড়ি জড়ো হতে শুরু করে। এরপর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশ জানায়, ‘ইমরান খানকে গ্রেফতারে বাহিনী পাঠানোর তথ্য সত্য নয়। এটা ভিত্তিহীন।’ নাগরিকদের প্রপাগান্ডায় কান না দিতেও অনুরোধ জানিয়েছে পুলিশ। গ্রেফতারি পরোয়ানাকে ‘আইনি বিষয়’ বলে অভিহিত করেছে পুলিশ।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর