রাশিয়ার কূটনীতিক সের্গেই রিয়াবকনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে লিথুয়ানিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই তথ্য জানিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ভিলনিয়াসে রুশ দূতাবাসের ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ ছিলেন সের্গেই রিয়াবকন। লিথুয়ানিয়া ত্যাগে তাকে ৫ দিনের সময় বেধে দেওয়া হয়েছে।
লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াবকনের সাম্প্রতিক কর্ম এবং বিবৃতি কূটনৈতিক মর্যাদার সঙ্গে বেমানান। এটা আশ্রয়দেশের (হোস্ট কান্ট্রি) অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। তিনি (রুশ কূটনীতিক) ভিয়েনা সম্মেলনের কূটনৈতিক সম্পর্কের বিধান লঙ্ঘন করেছেন।
লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্তকরণে পুতিনের সিদ্ধান্তের প্রতিবাদও জানায়।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর লিথুয়ানিয়া কিয়েভের কট্টর সমর্থক রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছে। ইউক্রেনের জন্য সামরিক সহায়তার আহ্বানও জানিয়েছে দেশটি।
বিডিপ্রতিদিন/কবিরুল