২৯ নভেম্বর, ২০২২ ১২:২৬

ওমান উপসাগরে ট্যাংকারে হামলা: যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক

ওমান উপসাগরে ট্যাংকারে হামলা: যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার ইরানের

ইসরায়েলি ট্যাংকারটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ

গত ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে। ট্যাংকারটিতে কারা হামলা করে তা জানা যায়নি। তবে হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন।

ইসরায়েলি ট্যাংকারটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ। একে প্যাসিফিক জিরকন বলা হয়। ট্যাংকারটি সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক শিপিং দ্বারা পরিচালিত যার মূল মালিক ইসরায়েলি টাইকুন ইদান ওফার।

হামলার পর বিবৃতিতে প্যাসিফিক শিপিং কোম্পানিটি জানায়, তেলবাহী ট্যাংকারটি প্যাসিফিক জিরকন গ্যাস বহন করছিল। এটি ওমানের উপকূল থেকে ২৪০ কিলোমিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর