ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলায় ইস্কানদার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে বিশেষ অভিযানের অংশ হিসেবে রাশিয়া উচ্চ নির্ভুল ( হাই প্রিসিশন) প্রযুক্তির অস্ত্র ব্যবহার চলমান রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার পশ্চিম সামরিক জেলা (ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট) সফলভাবে ইস্কানদার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রুশ সেনারা ২৪ ঘণ্টা আক্রমণে নিয়োজিত এবং যেকোনো সময় কম্ব্যাট মিশন শেষ করতে প্রস্তুত।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত এবংপরবর্তীতে ক্ষেপণাস্ত্র ছুড়তেও দেখা যায়।
রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্বল্প পাল্লার এই মিসাইলটি পরমাণু ওয়ারহেডও বহন করতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডিপ্রতিদিন/কবিরুল