নিরাপদে পৃথিবীতে ফিরেছে নাসার অত্যাধুনিক নভোযান ওরিয়ন।
চাঁদের কক্ষপথে প্রায় ২৬ দিনের মিশন শেষে নভোযানটিকে পৃথিবীতে ফেরায় যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। বিবিসির খবরে বলা হয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় ওরিয়ন ক্যাপসুলে আগুন ধরে যায়। পরে এটি প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে।
প্যারাসুটের কারণে শেষ দিকে মন্থর গতিতে নেমে আসে নভোযানটি। পরীক্ষামূলক অভিযান হওয়ায় এই নভোযানে কোনো মানুষ ছিল না।
অবশ্য পরবর্তী অভিযানে পরিবর্তন আসবে। ওরিয়ন নভোযান দিয়ে আরও জটিল মিশনের পরিকল্পনা করছে নাসা। ২০২৪ সালের শেষ থেকে ২০২৫–২৬ সাল নাগাদ চন্দ্রপৃষ্ঠে আবারও মানুষ পাঠানোর উদ্যোগ শুরু হতে পারে। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল