ফের সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে চীনের সৈন্যদের সঙ্গে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।
এ নিয়ে তাৎক্ষণিকভাবে চীনের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও এবার মুখ খুললেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি জানালেন, ‘ভারত-চীন সীমান্তের পরিস্থিতি মোটাদাগে স্থিতিশীল রয়েছে।’ যদিও এর বাইরে আর কোনো কিছু জানায়নি দেশটি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, এ সংঘর্ষে উভয়পক্ষের সৈন্যরা আহত হয়েছেন। সীমান্তে সংঘর্ষের এ ঘটনা কূটনৈতিকভাবে চীনের কাছে উপস্থাপন করা হয়েছে। জানা গেছে, গালওয়ানের মতো তাওয়াংয়ে দুই বাহিনীর মধ্যে সম্মত ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোন পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর খবরে বলা হয়, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করে। ভারতীয় সেনারা তা প্রতিরোধ করে। এ সময় সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়।
প্রায় ৩০০ চীনা সেনা তাওয়াঙের ওই সেক্টরে অনুপ্রবেশ করেছিল। এক পর্যায়ে দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনায় মুখোমুখি অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার বিষয়ে মতৈক্য হয়। উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা ও ভারতীয় সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের বেশ কিছু সেনা সদস্য নিহতের দাবি করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক