চলতি মাসের শেষ দিকে আলোচনায় মিলিত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এটা সম্ভবত ‘মুখোমুখি বৈঠক’ হবে না। রাশিয়ার গণমাধ্যম ভেদোমস্তি এই খবর দিয়েছে।
এর আগে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের শেষ দিকে চলতি বছরের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় বসবেন পুতিন এবং জিনপিং।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলেন, দুই নেতার আলাপ এবং আলাপের বিষয়বস্তু ইতোপূর্বে নির্ধারিত হয়েছে। এটা নিয়ে পরবর্তীতে অফিশিয়ালি জানানো হবে।
প্রাত্যহিক ব্রিফিংয়ে পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র বলেন, পুতিন এবং শি জিনপিং প্রতিনিয়ত যোগাযোগের মধ্যে রয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের আগে পুতিন চীনে সফর করেন। সেখানে দুই প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন- চীন এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক এবং সহযোগিতার কোনো সীমা নির্ধারিত নেই। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল