জি-৭ এর সম্মেলনে সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংস্থার নেতাদের সামনে তিন দফা প্রস্তাব তুলে ধরেন। সেগুলো ছিল- ইউক্রেনে আরও সামরিক সহায়তা প্রদান করা, অর্থনৈতিক এবং জ্বালানি স্থিতিশীলতা সমর্থন এবং শান্তির সমাধানে সমর্থন করা যেন রাশিয়া ২৫ ডিসেম্বর থেকে সেনা প্রত্যাহার শুরু করে।
জেলেনস্কির জি-৭ এ দেওয়া প্রস্তাবগুলো নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পুতিনের এই ঘনিষ্ঠ সহযোগী বলেন, জেলেনস্কির শান্তির প্রস্তাব মানার প্রশ্নই আসে না। ইউক্রেনকে নতুন বাস্তবতা মানতে হবে।
নতুন বাস্তবতা বলতে ইউক্রেনের যে চার অঞ্চল রাশিয়া ফেডারেশনে যুক্ত করেছে পেসকভ সেটা মেনে নেওয়াকে বোঝান। নতুন বাস্তবতা মেনে না নিলে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হবে না মন্তব্য করে তিনি বলেন, ডিসেম্বরে মস্কো সৈন্য প্রত্যাহার করবে না। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল