কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। আজ মঙ্গলবার কিনশাসা পুলিশের প্রধান সিলভানো কাসোঙ্গো এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স ও টিআরটি ওয়ার্ল্ডের।
জানা গেছে, কিনশাসার আশেপাশের এলাকা কাদা পানিতে ভেসে গেছে। রাস্তাগুলোতে গর্ত হয়ে যাওয়ায় বিছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে এসব ছবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া মন্ট-এনগাফুলা জেলার প্রধান একটি মহাসড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে আটকা পড়েছে বেশ কয়েকটি যানবাহন। উৎসুক লোকজন উঁকি দিয়ে আটকা পড়া গাড়িগুলো দেখার চেষ্টা করছেন।
একসময় কঙ্গো নদীর তীরে মাছ ধরার গ্রাম হিসেবে কিনশাসার পরিচিতি থাকলেও, শহরটিতে এখন প্রায় দেড় কোটি মানুষের বসবাস। উল্লেখ্য, এর আগে, ২০১৯ সালে কিনশাসায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে সেখানকার নিম্নাঞ্চলের কিছু জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। সেসময় বন্যায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটে। ধসে যায় বহু বাড়িঘর ও সড়ক।
বিডি-প্রতিদিন/শফিক