রাশিয়ার গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। ফলে রুশ সেনারা চার দশক আগে মজুত করা গোলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন, রুশ সেনারা তাদের পুরাতন গোলাবারুদের মজুত ব্যবহার করছে। এসব গোলাবারুদের অনেকগুলো ৪০ বছরের বেশি আগে তৈরি করা হয়েছে।
গোলাবারুদের সরবরাহ ফুরিয়ে যাওয়ার কাছাকাছি থাকায় রাশিয়া এখন ইরান ও উত্তর কোরিয়ার দ্বারস্থ হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
এই মার্কিন সামরিক কর্মকর্তার পর্যালোচনা অনুসারে, রাশিয়া বিদেশি সরবরাহ নিশ্চিত না করলে এবং পুরাতন মজুত ব্যবহার শুরু না করলে ২০২৩ সালের শুরুতেই রাশিয়ার গোলাবারুদের মজুত ফুরিয়ে যাবে। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল