ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া- এই দাবির স্বপক্ষে কিয়েভ প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন তেহলান।
ইরান ও ইউক্রেনের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি কারিগরি বৈঠক হওয়ার পর ইরানি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি একথা জানান।
জেনারেল আশতিয়ানি বলেন, কারিগরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিদল এমন কোনও দলিল পেশ করতে পারেনি যা দিয়ে প্রমাণ করা যায় যে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, এ সংক্রান্ত যে দাবি এতদিন কিয়েভসহ পশ্চিমা দেশগুলো করে আসছিল তার আসলেই কোনও গুরুত্ব নেই কারণ, ভিত্তিহীন দাবি ও গুজবের ভিত্তিতে তারা এ ধরনের অভিযোগ করে আসছিল।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মস্কোর সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। কাজেই মস্কোর কাছে তেহরানের ড্রোন সরবরাহ নতুন কোনও ঘটনা নয় এবং ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
তিনি বলেন, রাশিয়া বারবার বলেছে- দেশটি ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করেনি।
গত জুলাই মাসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রথমবারের মতো দাবি করেন, ইউক্রেন হামলায় ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার হাতে শত শত ড্রোন তুলে দিয়েছে। তেহরান ও মস্কো বারবার এ অভিযোগ অস্বীকার করা সত্ত্বেও কিয়েভসহ পশ্চিমা দেশগুলোর এ সংক্রান্ত অভিযোগ বন্ধ হয়নি। এ অবস্থায় অক্টোবর মাসে ইরান ইউক্রেনকে দ্বিপক্ষীয় কারিগরি বৈঠক আয়োজনের আহ্বান জানিয়ে ওই বৈঠকে প্রয়োজনীয় দলিল-প্রমাণ উপস্থাপনের প্রস্তাব দেয়। দৃশ্যত মঙ্গলবার দু’দেশের এরকম এক বৈঠকের পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার ব্ক্তব্য তুলে ধরেন। সূত্র: তেহরান টাইমস
বিডি প্রতিদিন/কালাম