রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বড়দিন (ক্রিসমাস) এবং নতুন বছরে যুদ্ধবিরতির জন্য ইউক্রেন কোনো প্রস্তাব দেয়নি।
সিএনএনের খবরে বলা হয়েছে, বুধবার ক্রেমলিনের মুখপাত্রকে প্রশ্ন করা হয়, ক্রিসমাস এবং নতুন বছরে রাশিয়া যুদ্ধবিরতির বিষয় বিবেচনা করছে কিনা।
জবাবে পেসকভ বলেন, ছুটির দিনগুলোতে যুদ্ধবিরতির জন্য রাশিয়া ইউক্রেনের কাছ থেকে কোনো প্রস্তাব পায়নি। বিষয়টি তাদের এজেন্ডায় নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতি ক্রিসমাস বা বড়দিন সামনে রেখে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, স্বাভাবিক মানুষেরা এই সময় শান্তির কথা ভাবে, আগ্রাসন নয়। রাশিয়া ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করলে শত্রুতার স্থায়ী সমাপ্তি নিশ্চিত হবে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিক্রিয়া (জবাব) প্রমাণ করবে, তারা শান্তি চায় নাকি যুদ্ধ চায়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয়দের ওপর যিনি (পুতিন) যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, তাকেই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল
ক্রিসমাস বা বড়দিন সামনে রেখে প্রেসিডেন্ট