২২ ডিসেম্বর, ২০২২ ১০:৪৭

কখনওই আত্মসমর্পণ করবে না ইউক্রেন, জেলেনস্কির হুঙ্কার

অনলাইন ডেস্ক

কখনওই আত্মসমর্পণ করবে না ইউক্রেন, জেলেনস্কির হুঙ্কার

যুদ্ধে ইউক্রেন কখনওই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনও বিদেশ সফর।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। পরে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন তিনি। গত ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এই প্রথমবার তিনি দেশের বাইরে গেলেন।

এএফপি বলছে, বুধবার মার্কিন কংগ্রেসে ভলোদিমির জেলেনস্কি তার ঐতিহাসিক ভাষণ শুরু করেন একটি প্রতিবাদী বার্তা দিয়ে। আইন প্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, “ইউক্রেন টিকে আছে এবং লড়াই করছে।”

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় জেলেনস্কি প্রতিশ্রুতি দেন- তার দেশ কখনওই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, “ইউক্রেন তার জায়গা ধরে রেখেছে এবং কখনওই আত্মসমর্পণ করবে না।” সূত্র: ডয়েচে ভেলে, টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর