ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে নানা সূত্রের বরাতে এই খবর জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা দিতে পারে ব্রিটিশ প্রশাসন। যুক্তরাজ্যের নিরাপত্তামন্ত্রী টম টুগেনডাট ও স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান বিষয়টির প্রতি সমর্থন জানিয়েছেন।
রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করলে সংগঠনটিতে যোগ দেওয়া, বৈঠকে হাজির হওয়া, সংগঠনটির লোগো বহন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে ব্রিটেনে।
ইরানে কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভের এ ঘটনায় যুক্তরাজ্যের সঙ্গে ‘সংশ্লিষ্ট’ সাত ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেফতার করে ইরানের রেভল্যুশনারি গার্ড। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
দ্বৈত নাগরিকদের আটক বা গ্রেফতার না করতে ইরানের প্রতি আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল