দুই ফরাসি নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ গঠন করেছে ইরানের বিচার বিভাগ। এছাড়া পৃথক আরেক মামলায় বেলজিয়ামের আরেক নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই ফরাসি নাগরিকের নাম প্রকাশ করা হয়নি। তবে ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েসি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ফ্রান্সের নাগরিকদ্বয়কে গুপ্তচরবৃত্তির দায়ে এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগসাজশের অভিযোগে গ্রেফতার করা হয়।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র জানিয়েছেন, চূড়ান্ত শুনানির দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
২০২২ সালের নভেম্বরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ইরান তাদের দুইজন নাগরিককে গ্রেফতার করেছে। তবে তিনি ওই সময় গ্রেফতারকৃতদের নাম প্রকাশ না করে বলেন, ইরানে তাদের মোট ৭ জন নাগরিক আটক আছে।
গত বছরের সেপ্টেম্বরে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর সদস্যসহ কয়েকশ মানুষ নিহত হন। এই ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু করে ইরানের নিরাপত্তা বাহিনী। কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল