বৃহস্পতিবার চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রত্যক্ষ করেছে ভারতের দিল্লি। কেন্দ্র শাসিত অঞ্চলটির কোথা কোথাও তাপমাত্রা নেমেছে তিন ডিগ্রি সেলসিয়াসের নীচে।
হিমালয় থেকে আসা কনকনে ঠাণ্ডা বাতাসে বাইরে বের হতেই হিমশিম খাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ভোর সাড়ে পাঁচটায় দিল্লিতে দৃষ্টি সীমা ৫০ মিটারেরও নীচে নেমে আসে।
দিল্লির আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দিল্লির তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা নেমে এসেছে তিন ডিগ্রিতে।
লোদি রোডে পর্যায়ক্রমে সর্বনিম্ন ২.৮, ২.২, ২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল