উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার নো ফ্লাই জোনে প্রবেশ করেছিল। ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবিই করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, ‘এটা (ড্রোন) ওই জোনের উত্তর অঞ্চল দিয়ে কিছু সময়ের জন্য উড়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার কাছাকাছি আসতে পারেনি।’
গত বছরের ২৬ ডিসেম্বর উত্তর কোরিয়ার কয়েকটি ড্রোন দক্ষিণের আকাশ সীমায় প্রবেশ করে। প্রেসিডেন্ট কার্যালয়ের নো ফ্লাই জোনে ঢোকা ড্রোনটিও সেই কাফেলার একটি। তবে সেই ড্রোনগুলো ভূপাতিত করতে পারেনি সিউল।
তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। আ ড্রোনগুলোর নাম ও মডেলও ঠিকমতো চিহ্নিত করা যায়নি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল