৫ জানুয়ারি, ২০২৩ ১৭:১২

আফগানিস্তানে ৮ আইএস যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে ৮ আইএস যোদ্ধা নিহত

আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠীর সদস্যদের সতর্ক প্রহরা

আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান জানিয়েছে, তাদের অভিযানে অন্তত ৮ জন আইএস যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আইএস যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মোজাহিদ বৃহস্পতিবার বলেন, রাজধানী কাবুল এবং পশ্চিম নিমরোজ প্রদেশে অভিযান চালানো হয়। অভিযানে নিহত আইএস সদস্যদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। এছাড়া পশ্চিম নিমরোজ প্রদেশ থেকে দুইজন আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এই আইএস যোদ্ধারা কাবুলের লঙ্গান হোটেল, পাকিস্তান দূতাবাস এবং সামরিক বিমানবন্দরে হামলা চালায় বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র।    

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর