বড়দিন উপলক্ষে ইউক্রেনে দুই দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণাকে ভালোভাবে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে, যুদ্ধে ক্লান্ত হয়ে ওঠা পুতিন যুদ্ধবিরতিতে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাইছেন। আসলে হাঁসফাঁস সময়ে অক্সিজেন খুঁজছেন পুতিন।
বাইডেন বলেছেন, ‘এবার তিনি হাসপাতাল, নার্সারি ও গির্জায় বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছেন।’ বাইডেন আরও যোগ করেন, ‘আমার মনে হয় তিনি একটু অক্সিজেন নেওয়ার চেষ্টা করছেন।’
আর রাষ্ট্রীয়ভাবেও পুতিনের যুদ্ধবিরতির প্রতি অনাস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, পুতিনের মতিগতিতে ওয়াশিংটনের কোনো বিশ্বাস নেই। পুতিনের যুদ্ধবিরতির পিছনেও অন্য কারণ খুঁজছে বাইডেনের প্রশাসন।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল