রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে ইউক্রেনকে আরও অস্ত্র সহয়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।
নতুন এই সহায়তার আওতায় ইউক্রেনকে হালকা ট্যাংক ও প্যাট্রোয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনার পর এই ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার ঘোষণা করতে যাওয়া প্যাকেজের আওতায় ২.৮ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ৫০টি ট্যাংক জাতীয় সামরিক বাহনও থাকছে।
রাশিয়াকে নিজেদের ভূখণ্ড থেকে বিতাড়ন করতে শুরু থেকেই পশ্চিমাদের কাছে আরও ভারী অস্ত্র চেয়ে আসছে ইউক্রেন। যদিও পশ্চিমারা ইউক্রেনের চাহিদা অনুযায়ী ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে সম্মত হতে পারেনি।
সূত্র: ইউরো নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল