দিল্লি পৌরসভার মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে। আম আদমি পার্টি (আপ) ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির জেরে নির্বাচন স্থগিত করা হয়।
গত মাসে দিল্লি পৌরসভার ভোটে আম আদমি পার্টি জয়ী হয়। ২৫০ ওয়ার্ডের মধ্যে আপ জিতেছিল ১৩৪টি, বিজেপি ১০৪। কংগ্রেস পায় ৯টি। স্বতন্ত্ররা ৩টি। ফল প্রকাশের পর বিজেপি জানিয়েছিল, তারা মেয়র ও উপ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবে না। পরে তারা সিদ্ধান্ত বদল করে ও প্রার্থীদের নাম জানায়।
শুক্রবার ছিল সেই নির্বাচন। গোলমালের শুরু সত্য শর্মা এক মনোনীত সদস্যকে (বিজেপির) শপথ গ্রহণের প্রথম সুযোগ দেওয়ায়। আপ সদস্যরা প্রতিরোধ নামেন। তাদের বাধা দিতে থাকেন বিজেপি সদস্যরা। শুরু হয় তুমুল তর্কাতর্কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে উঠতে শুরু করে স্লোগান। ক্রমেই তা পরিণত হয় ঠেলাঠেলি ও হাতাহাতিতে। প্রবল হট্টগোলের মধ্যে প্রটোম স্পিকার সভার কাজ বন্ধ করে দেন। স্থগিত করে দেন মেয়র ও উপ মেয়র নির্বাচন অনির্দিষ্টকালের জন্য।
বিডিপ্রতিদিন/কবিরুল