মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে ওভিদিও গুজম্যানকে গ্রেফতারের সময় সংঘর্ষেৎ অন্তত ২৯ জনের প্রাণ গেছে।
শুক্রবার মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও সানদোভাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মাদক গ্যাংয়ের সদস্য এবং ১০ জন সেনা সদস্য।
মেক্সিকোর নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার গুজম্যানকে গ্রেফতার করে। এরপর থেকেই সিনালোয়া অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো সাধারণ মানুষের প্রাণ যায়নি বলে দাবি করেছেন মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী।
সংঘাতের কারণে সিনালোয়ার কেন্দ্রীয় বিমানবন্দরটিও বন্ধ রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল