রাশিয়ার সেনা ও অস্ত্রবাহী একটি ট্রেন বেলারুশে পৌঁছেছে। বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া, কিয়েভের এমন ধারাবাহিক অভিযোগের মধ্যেই এমন খবর পাওয়া গেল।
যদিও বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা চালানোর অভিযোগ বারবার অস্বীকার করে আসছে রাশিয়া। বেলারুশও বলছে, ইউক্রেনে হামলার সাথে তারা কোনোভাবেই যুক্ত নয়।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও শুক্রবার রুশ সেনাদের পৌঁছানোর খবরের সত্যতা স্বীকার করেছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ওই সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন।
দুই দেশের যৌথ সেনা মহড়া নিয়ে রুশ প্রতিনিধির সাথেও কথা বলেছেন লুকাশেঙ্কো। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বেলারুশের।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল