প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কোনো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন হাকিম জেফ্রিস। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের নেতৃত্ব দেবেন নিউ ইয়র্কের এই কংগ্রেসম্যান। ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ন্যান্সি এতদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নতুর স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি।
হাকিম জেফ্রিস কোনো বিরোধিতা ছাড়াই ডেমোক্রেটদের নেতা নির্বাচিত হয়েছেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা এখন সংখ্যালঘিষ্ঠ। আগামী দুই বছর তিনি ডেমোক্রেটদের নেতার দায়িত্ব পালন করবেন। প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে এগিয়ে আছে রিপাবলিকানরা।
সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা