গত বছরের ডিসেম্বরে টানা নবমবারের মতো বিশ্বে কমেছে খাদ্য শস্যের দাম। তারপরও ২০২২ সালে বিশ্বে ২০২১ সালের তুলনায় খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৪ শতাংশ।
জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ‘ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও)’ দেওয়া তথ্য মতে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১৪.৩ শতাংশ খাদ্যের দাম বেড়েছে। ১৯৯০ সালের পর যা সর্বোচ্চ খাদ্যপণের দাম বৃদ্ধির রেকর্ড।
বিশ্ব খাদ্য সংস্থার দেওয়া তথ্য মতে গত ডিসেম্বরে বিশ্বে ভোজ্য তেল ও মাংসের মতো পণ্যের দাম কিছুটা কমেছে। তবে চিনি ও দুগ্ধ জাতীয় খাবারের দাম কিছুটা বেড়েছে।
রাশিয়ার ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের পর থেকে বিশ্ববাজারে তরতর করে বাড়তে থাকে খাদ্যপণের দাম।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল